ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ভারত থেকে এলো ২৪৫২ মেট্রিক টন গম 

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৪, ৩০ আগস্ট ২০২২

প্রায় চার বছর পর জয়পুরহাট স্টেশন ভারত থেকে ট্রেনে করে ২৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। দুই দিন থেকে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে। 

গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫২ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। 

চার বছর পর ভারত থেকে জয়পুরহাট ষ্টেশনে ৪২টি ওয়াগন নিয়ে শনিবার ট্রেন জয়পুরহাট ষ্টেশনে এসেছে। প্রত্যেক ওয়াগনে ৫০ টন গম আছে।

স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, গমগুলো ভারতের রাধিকাপুর-দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি